বিএফআইইউ’র সঙ্গে পাঁচ দেশের চুক্তি

মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধে তথ্য বিনিময়ের জন্য পাঁচটি দেশের সাথে চুক্তি করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 03:36 PM
Updated : 5 Feb 2020, 03:36 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মরিশাসে এক অনুষ্ঠানে মরিশাস, ইকুয়েডর, লাটভিয়া, অ্যান্ডোরা এবং সেশেলসের সঙ্গে এ চুক্তি হয়।

বিএফআইইউয়ের নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড ইস্কান্দার মিয়া ও দেশগুলোর ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের প্রধানরা চুক্তিতে সই করেন। এতে বিএফআইইউ’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী এফআইইউ’র সংখ্যা দাঁড়ালো ৭৭টি।

এ চুক্তি ফলে বাংলাদেশের সাথে মরিশাস, ইকুয়েডর, লাটভিয়া, অ্যান্ডোরা ও সেশেলসের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক তথ্য বিনিময় আরও সহজ হবে বলে আশা করা হয়।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিএফআইইউ’র উপমহাব্যবস্থাপক কামাল হোসেন, যুগ্মপরিচালক মোহাম্মদ আবদুর রব, মাসুদ রানা ও তরুন তপন ত্রিপুরা উপস্থিত ছিলেন।