নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে সায়

ভারতের মাধ্যমে নেপাল থেকে বছরে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 02:54 PM
Updated : 18 Dec 2019, 03:01 PM

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতথ্য জানান।

সাংবাদিকদের তিনি বলেন, নেপালে নির্মাণাধীন আপার কার্নালি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে ভারতের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার।এজন্য ২৫ বছরে ৩৮ হাজার ১৬০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে।

নেপালের কার্নালি নদীর উজানে রপ্তানির উদ্দেশ্যে ৯০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ভারতীয় কোম্পানি জিএমআর গ্রুপ।

সভার সার সংক্ষেপে বলা হয়, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাপাসিটিতে প্রতি কিলোওয়াট ৬ টাকা ৪২ পয়সা দরে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ভারতীতের এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নিগম (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে সমঝোতা চুক্তি হয়।