
চীনা ঋণে আমদানি হবে ২০০ মিটারগেজ কোচ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2019 11:40 PM BdST Updated: 28 Oct 2019 11:40 PM BdST
বাংলাদেশ রেলওয়ের জন্য ৯২৭ কোটি ৫১ লাখ টাকা ঋণে চীন থেকে ২০০ মিটারগেজ কোচ আমদানির প্রস্তাব সরকারের অনমনীয় ঋণ বিষয়ক স্থায়ী কমিটির সায় পেয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সোমবার এ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সাপ্লায়ার্স ক্রেডিটের’ মাধ্যমে রেলওয়ের জন্য এসব কোচ সরবরাহ করবে চীনের সিআরআরসি সাইফাং কোম্পানি লিমিটেড।

ফাইল ছবি
এ প্রকল্পের জন্য প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৭১৩ কোটি ৫১ লাখ টাকা; বাকি ২১৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। এ ঋণে সুদের হার হবে ২ শতাংশ।
যেসব ঋণে অনুদানের পরিমাণ ২৫ শতাংশের কম, তা অনমনীয় ঋণ হিসেবে বিবেচিত হয়। চুক্তি স্বাক্ষরের আগে এসব প্রস্তাবে অনমনীয় ঋণ বিষয়ক স্থায়ী কমিটির অনুমোদন প্রয়োজন হয়।
মন্ত্রী বলেন, “২০০ কোট কেনার এ প্রকল্প প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে। এরপর নন কনসেশনাল লোন কমিটিতে আজ অনুমোদন দেওয়া হল। এরপর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চুড়ান্ত অনুমোদন নিতে হবে।”
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “সুদের হার বেশি না হলেও সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি হচ্ছে বলে প্রকল্পটি নন কনসেশনাল লোন কমিটির অনুমোদন নিতে হল।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ‘মুজিববর্ষে’ আসছে ২০০ টাকার নোট
- লেনদেন ভারসাম্যে ঘাটতি বাড়ছে
- হাজার কোটি টাকায় হবে জাপানি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন
- সেই বাড়তি দামেই কেনা হচ্ছে পাসপোর্ট
- গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- কৃষি ও প্রাণসম্পদের উন্নয়নে দুই প্রকল্প উদ্বোধন
- দুই প্রকল্পে ৩৩ কোটি ৩২ লাখ ডলার দিচ্ছে এডিবি
সর্বাধিক পঠিত
- চলে গেলেন পৃথ্বীরাজ
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- প্রথম ধাপে ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়
- ওই রাজাকারদের নাম বললে আমার দেশে আসা হবে না: গাফফার চৌধুরী
- যে রেকর্ড শুধুই আবিদ আলির
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর