মেঘনা ঘাটে রিলায়েন্সের ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এলএনজিভিত্তিক ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 12:57 PM
Updated : 3 Sept 2019, 05:58 AM

রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড নামের এই কোম্পানি আগামী ২২ বছর ওই কেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে।

রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে বাস্তবায়ন চুক্তি, জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমিন, পিডিবির সচিব সাইফুল ইসলাম আজাদ, পিজিসিবির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ, তিতাসের সচিব মাহমুদর রব এবং রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ারের পক্ষে কোম্পানিটির পরিচালক সমীর কুমার গুপ্ত চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদন উপযোগী করবে রিলায়েন্স। উৎপাদিত ৪০০ ভোল্টের বিদ্যুৎ পিজিসিবির মেঘনা ঘাট সাব স্টেশন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি ডলার ৮০ টাকার সমতুল্য বিবেচনায় রিলায়েন্সের কাছে ৭ দশমিক ২৬২৫ ডলার/এমএমবিটিইউ দরে গ্যাস বা এলএনজি সরবরাহ করবে তিতাস গ্যাস। আর উৎপাদিত  বিদ্যুৎ প্রতি ইউনিট ৭ দশমিক ৩১২৩ সেন্ট বা ৫ টাকা ৮৪ পয়সা দরে পিডিবির কাছে বিক্রি করবে রিলায়েন্স।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সরকার জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে স্বল্প মেয়াদে ছোট ছোট বিদ্যুৎকেন্দ্রের দিকে গুরুত্ব দিয়েছিল। বর্তমানে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তাই সরকার বড় বড় বিদ্যুৎকেন্দ্রে নির্মাণে হাত দিয়েছে।

সরকার বিদ্যুৎ ও জ্বলানি নিরাপত্তা নিশ্চিত করতে যেই কৌশল নিয়ে হাঁটতে তাতে ভবিষ্যত প্রজন্ম এনিয়ে গর্ব করবে বলেও আশা করেন তিনি।

পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সংক্রান্ত প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম বক্তব্য রাখেন।