অপুষ্টি বাংলাদেশের এসডিজি অর্জনে বাঁধা হয়ে দাঁড়াবে: অর্থনীতিবিদ জমো

বাংলাদেশে অপুষ্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাঁধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ জমো কওয়ামি সুনদারাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 07:17 PM
Updated : 8 Sept 2018, 07:17 PM

শনিবার রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এই অর্থনীতিবিদ।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য, শক্তি ও সমতার গুরুত্ব তুলে ধরে জমো বলেন, “আমাদের শরীরের কিছু ‘লুকনো ক্ষুধা’ থাকে যা মেটাতে পারে ভিটামিন ও খনিজ। মানুষ যথেষ্ট পরিমাণ ‘মাইক্রোনিউট্রিয়েন্ট’ পাচ্ছে না খাবার থেকে।”

বিশ্বে প্রায় দুই বিলিয়ন মানুষ পুষ্টির অভাবে ভুগছে বলে জানান জাতিসংঘের সাবেক এই সহকারী সচিব।

তিনি বলেন, পুষ্টিতে বাংলাদেশের অবস্থা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে; অপুষ্টিতে ভোগা মানুষের অনুপাত দিন দিন বেড়ে চলছে, যা সত্যিই আশংকাজনক। "

“এর ফলে অপুষ্টিতে আক্রান্ত ও খর্বকায় শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতায় ভোগা মানুষের সংখ্যা বেড়ে চলছে।”

জমো বলেন, “অপুষ্টি স্বাস্থ্য ও অর্থ দুটোই অপচয় করছে। এক্ষেত্রে সরকারকে প্রো-অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। জনগণকে সামাজিক নিরাপত্তা দিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে হবে।”

সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।