২০১৮-১৯: বাজেটের সংক্ষিপ্তসার

নতুন অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 10:03 AM
Updated : 7 June 2018, 10:03 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এই বাজেটে তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনার কথা বলেছেন তিনি।

মুহিত আশা করছেন, ২০১৭-১৮ অর্থবছরে ৭.৮% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে, গড় মূল্যস্ফীতি নামিয়ে আনা যাবে ৫ দশমিক ৬ শতাংশের মধ্যে।

অর্থ মন্ত্রণালয়ের গ্রাফ ও সারণি থেকে জেনে নিন এ বাজেটের সংক্ষিপ্ত চিত্র।