জালনোট সম্পর্কে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশনা

রোজার মাসে জালনোট প্রতিরোধে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 01:27 PM
Updated : 20 May 2018, 01:27 PM

একইসঙ্গে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে কিছু ব্যবস্থাও নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবারের মতো এবারও রোজার শুরুতে এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার জারি করা সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন উৎসবের প্রাক্কালে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়।

ফাইল ছবি

এতে বলা হয়েছে, ‘রমজান উপলক্ষে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র (যা ইতিপূর্বে সরবরাহ করা হয়েছিল) তা পুরো রমজান মাস জুড়ে রাজধানী এবং বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস এবং বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে, রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা করে প্রচার করতে হবে’।

এছাড়া ব্যাংকের শাখাগুলোতে রাখা টিভি মনিটরে পুরো ব্যাংকিং সময়ে এই ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে।

গ্রাহকদের কাছ থেকে লেনদেনের সময় সতর্ক থাকা এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের আগে অবশ্যই জালনোট সনাক্তকারী মেশিনে নোট পরীক্ষা করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে।