মিয়ানমারের চালে ক্রয় কমিটিরও সায়

মিয়ানমার থেকে চাল আমদানি করতে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 04:57 PM
Updated : 11 Oct 2017, 05:14 PM

রোহিঙ্গা নির্যাতনের কারণে নানা মহলের বিরোধিতার মধ্যে প্রতিবেশী দেশটি থেকে এক লাখ টন চাল আনতে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছিল।

বুধবার তা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

ক্রয় কমিটির অনুমোদনের পর এই এক লাখ টন চাল মিয়ানমার থেকে আসবে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আগেই জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এলসি খোলা হবে। তারপর চাল আসবে।

মিয়ানমার থেকে এই আতপ চাল প্রতি টন ৪৪২ ডলারে দরে কিনবে বাংলাদেশ।

দুই দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি চালের মজুদ তলানিতে নেমে আসার প্রেক্ষাপটে সরকার গত অর্থবছরের শেষ দিকে চাল আমদানির উদ্যোগ নেয়। তার ধারাবাহিকতায় মিয়ানমার থেকে চাল আনা হচ্ছে। 

রোহিঙ্গা সঙ্কটের জন্য মিয়ানমার সরকারকে দায়ী করে দেশটি থেকে চাল আমদানি না করতে সরকারকে আহ্বান জানিয়ে আসছিল গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন। খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফর নিয়েও সমালোচনা ওঠে।

এর প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী বলেছিলেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলবে, পাশাপাশি বাণিজ্যও চলবে।