ঘরের সেবামূলক কাজের মূল্যায়ন জরুরি: মুহিত

নারীর ঘরের কাজের অর্থনৈতিক মূল্যায়ন খুবই জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 08:26 PM
Updated : 30 Sept 2017, 08:26 PM

গৃহস্থালি কাজে পুরুষদের উৎসাহিত করার লক্ষ্যে শনিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী ‘ভিন্ন রূপে পুরুষ’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মুহিত বলেন, “আমাদের দেশে ঘরের সেবামূলক কাজের কোনো মূল্যায়ন নেই। সে কারণে জিডিপিতে এর কোনো অন্তর্ভুক্তি নেই। এটার মূল্যায়ন করা জরুরি।”

পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে এই মূল্যায়নের উদ্যোগ নেওয়ার কথা বলেন মন্ত্রী।

“বিষয়টি আমরা পরিসংখ্যান বিভাগে যুক্ত করব এবং সরকারিভাবে আমরা এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব।”

সারা দেশ থেকে আলোকচিত্রীদের পাঠানো পুরুষের রান্না করা, সন্তানের লালন পালন ও লেখাপড়ার দেখভাল, ঘরের কাজ যেমন থালা-বাসন ধোঁয়া, কাপড় ধোঁয়া, ঘর-উঠান পরিষ্কার করা, জ্বালানি-লাকড়ি সংগ্রহ, পানি আনা, পরিবারের সদস্যদের বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের সেবা করার ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ।

অনুষ্ঠানের সঞ্চালক একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “আমাদের পরিবারের অনেক পুরুষ সদস্য মেয়েদের ঘরের কাজকে কাজ হিসেবে বিবেচনা করেন না, যেটি নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাধা তৈরি করছে। নারীর উন্নয়নে প্রত্যেকটা পরিবারকে ভাবতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে রাজনৈতিক ওঅর্থনৈতিক নীতি সহযোগিতা নিয়ে।

“নারীর সহযোগিতা ও ভূমিকা না থাকলে সমাজ ও দেশ উন্নত হত না। তাই সব উন্নয়ন পরিকল্পনায় নারীকে সম্পৃক্ত করতে হবে।”

আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।