চার সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

পূর্ব ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন নদীর উপর চারটি সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় প্রায় ৪০ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি করেছে সেতু কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 08:09 AM
Updated : 8 August 2017, 08:09 AM

মঙ্গলবার সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে অমিতাভ দত্ত এ চুত্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেতুলিয়া নদী উপর, পটুয়াখালী-আমতলী-বরগুনা সড়কে পায়রা নদী, বাকেরগঞ্জ-বাউফল উপজেলা সড়কে কারখানা নদীর উপর এবং ঢাকা বিভাগের আড়াইহাজার-বাঞ্জারামপুর সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে।

স্টাপ কনসালটেন্ট, ডেভলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট, ডেভকনসালটেন্ট লিমিটেড এবং সিএডব্লউআই ইউকে যৌথভাবে ৩৯ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকায় এ কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

গত ১২ জুলাই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।