ইপিজেডে রপ্তানি: ট্রাকে পণ্য উঠার দিন থেকেই শিপমেন্ট ডেট গণনা

ইপিজেডে রপ্তানির ক্ষেত্রে ট্রাকে পণ্য উঠার তারিখ থেকেই শিপমেন্ট ডেট গণনা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2017, 03:13 PM
Updated : 11 April 2017, 03:13 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ।

বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশি ইপিজেডে যে পণ্য বিক্রি করা হয় সেগুলোকে রপ্তানি হিসেবে গণ্য করা হয়, কারণ সে সব লেনদেন বৈদেশিক মুদ্রায় হয়ে থাকে। এর শিপমেন্ট ডেটের বিষয়টা নিয়ে একটা কনফিউশন ছিল, সেটা দূর করতে আমারা এই প্রজ্ঞাপন দিয়েছি ।”

নিয়ম অনুযায়ী, দেশের বাইরে কোনো কিছু রপ্তানি করা হলে শিপমেন্ট ডেটের (যে দিন জাহাজে মাল উঠে) থেকে ১২০ দিনের মধ্যে রপ্তানি আয় রপ্তানিকারকের কাছে আসতে হয়।

এ প্রসঙ্গ টেনে আব্দুল মান্নান বলেন, “কিন্তু ইপিজেডে রপ্তানির ক্ষেত্রে যেহেতু মালামাল ট্রাকে বা অন্যান্য যানবাহনে রপ্তানি হয়, সেক্ষেত্রে একটা কনফিউশন ছিল; সেটা আমার পরিস্কার করেছি। বলেছি ইপিজেডে রপ্তানির ক্ষেত্রে ট্রাকে পণ্য উঠার তারিখ থেকেই শিপমেন্ট ডেট গণনা করা হবে।”