“আমরা ফুটপ্রিন্ট রাখতে চাই। আমরা যেটা করে যাব, লোকজন যেন সেটাতে কনভিন্স হয়। পরবর্তী সরকার যেন সেটা বাদ না দিতে পারে।”
Published : 11 Nov 2024, 07:39 PM
দেশের স্বার্থই অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রাজধানীর একটি হোটেলে সোমবার বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের কারো কোনো ব্যক্তিগত এজেন্ডা নাই। এজেন্ডা হচ্ছে দেশের স্বার্থ। যা কিছু করা হচ্ছে তা দেশের স্বার্থেই করা হচ্ছে।
“আমরা ফুটপ্রিন্ট রাখতে চাই। আমরা যেটা করে যাব, লোকজন যেন সেটাতে কনভিন্স হয়। পরবর্তী সরকার যেন সেটা বাদ না দিতে পারে। ছাত্র-জনতা আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। আমরা এই দায়িত্ব পালনের চেষ্টা করছি।”
তিনি বলেন, “আমরা কাজগুলোকে ৩টি ধাপে ভাগ করেছি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কাজ। আমরা হয়ত মধ্যমেয়াদী কাজ শুরু করতে পারব। কিন্তু দীর্ঘমেয়াদী কাজগুলো পরবর্তী রাজনৈতিক সরকারে যারা আসবেন, তারা করবেন। তবে আমরা কিছু কিছু দীর্ঘমেয়াদী কাজও করার চেষ্টা করব।”
সরকারি সেবা ও সিস্টেম অটোমেশনের কথা বললেও বর্তমান বাস্তবতায় এর অসুবিধার কথাও বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের সিস্টেমগুলোও কাঙ্ক্ষিত মাত্রায় অটোমেশন হয়নি। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বলা হলেও 'রিয়েলি ইট ইজ নট'।
“যোগ্য পরিচালকের অভাবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান অনেক দুর্বল হয়ে গেছে। কারণ, সেগুলো চালাতে সময়মতো ভালো লোক দেওয়া হয়নি। আবার প্রফেশনাল জায়গাগুলোতে নন প্রফেশনাল কন্সিডারেশনও হয়েছে।”
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং উপস্থিত ছিলেন।