পুলিশের ধারণা কয়েক মাস বয়সী শিশুটি রোগাক্রান্ত ছিল।
চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়কের পাশে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মীরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাগজে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, “পৌর সদরের কাছে মহাসড়কের পাশে শিশুর মরদেহ কাগজে মোড়ানো অবস্থায় রাখা ছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা এই মরদেহ উদ্ধার করি। জন্মের পরপরই হয়তো সদ্যোজাত এই ছেলে শিশুর মরদেহ সেখানে কেউ ফেলে রেখে গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”