চট্টগ্রামে ‘অবৈধভাবে’ কয়লা মজুদ, ডিপো ম্যানেজারের জেল

প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2023, 03:24 PM
Updated : 3 Jan 2023, 03:24 PM

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কয়লা মজুদ করায় সাহারা এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে পুরাতন ব্রিজঘাট এলাকায় সাহারা এন্টারপ্রাইজের মালিকানাধীন কয়লার ডিপোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ডিপোর ম্যানেজার মো. আলামিনকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, ডিপোতে আনুমানিক ১১ হাজার মেট্রিক টন কয়লা অবৈধভাবে মজুদ রেখে ব্যবসা করছিল প্রতিষ্ঠানটি। সেখানে কয়লা মজুদের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছিল না। 

অবৈধভাবে কয়লা মজুদ এবং ছাড়পত্র না থাকায় তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের মধ্যে অবৈধভাবে মজুদ করা কয়লা অপসারণের নির্দেশও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।