“এক যাত্রী ওই বারগুলো তাকে দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তার কথা অনুযায়ী ওই যাত্রীকেও চিহ্নিত করে আমরা আটক করেছি,” বলেন বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।
Published : 29 Jan 2024, 01:48 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে, যিনি বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার সকালে তাকে তল্লাশি করে সোনার বার পান। ওই ঘটনায় এক যাত্রীকেও আটক করা হয়েছে।
আটক ডা. এ জেড এম শরিফ শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আটক যাত্রীর নাম মোহাম্মদ আলাউদ্দিন।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের যাত্রীরা বেরিয়ে যাওয়ার সময় ওই চিকিৎসককে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। এক যাত্রী ওই বারগুলো তাকে দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তার কথা অনুযায়ী ওই যাত্রীকেও চিহ্নিত করে আমরা আটক করেছি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
উদ্ধার করা সোনার বার চারটির ওজন ৪৬৪ গ্রাম।এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মহিউদ্দিন পাটোয়ারী।