বেশি দামে খেজুর বিক্রি করায় চট্টগ্রামে এক দোকানিকে জরিমানা

চট্টগ্রামে রেয়াজুদ্দিন বাজারের একটি হিমাগারে ১০০ টন খেজুরের মজুদ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2024, 07:51 PM
Updated : 13 March 2024, 07:51 PM

কেনা দামের চেয়ে খুচরায় বিক্রয় মূল্য অনেক বেশি হওয়ায় চট্টগ্রামে ফলমণ্ডির একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত পরিচালিত এ অভিযানে আলী জেনারেল স্টোরকে জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ফলমণ্ডির সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে পাঁচ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের একটি হিমাগারে ১০০ টন খেজুরের মজুদ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক।

তিনি বলেন, গত বছর অগাস্ট ও সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এসব খেজুর মজুদ করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সাত দিনের মধ্যে এসব খেজুর বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তা না হলে এসব খেজুর জব্দ করে নিলামে বিক্রি করার নির্দেশনা দেওয়া হবে।