ফটিকছড়িতে অস্ত্রসহ ৫ ‘সন্ত্রাসী’ আটক

উদ্ধার অস্ত্রের মধ্যে একে ৪৭ রাইফেল, এম ১ রাইফেল, একে ২২ রাইফেল রয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 02:12 PM
Updated : 25 Feb 2023, 02:12 PM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকা থেকে অস্ত্রসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ আটক করেছে সেনাবাহিনী।

শনিবার ফটিকছড়ির দক্ষিণ কাঞ্চননগর বটতল এলাকায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনাজোন এ অভিযান পরিচালনা করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে একটি একে ৪৭ রাইফেল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন, একটি এম ১ রাইফেল, ২৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন, একটি একে ২২ রাইফেল, আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশেন, চারটি মর্টার, একটি ৭ দশমিক ৬৫ মিমি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলি, একটি এলজি লং ব্যারেল রাইফেল ৩৬টি কার্তুজসহ, একটি এলজি শর্ট ব্যারেল রাইফেল, বিপুল পরিমাণ আইডি সরঞ্জাম ও ব্যবহৃত ইউনিফরম উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসীদের এবং উদ্ধার করা অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।