পাহাড় কাটা: খুলশী ক্লাবের সহসভাপতিকে আসামি করে মামলা

মামলায় আটজনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 05:41 PM
Updated : 15 Feb 2023, 05:41 PM

চট্টগ্রামের ফয়’স লেক সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের নগর কার্যালয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন খুলশী থানায় মামলাটি করেন।

অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, বুধবার পরিদর্শনে গিয়ে খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়ি ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কাটার প্রমাণ পাওয়া যায়। ওইসময় খুলশী ক্লাবের শ্রমিকদের শাবল, বেলচা, কোদলসহ পাওয়া যায়।

“টিলা শ্রেণির ভূমি অনুমোদন ছাড়া কাটার ঘটনায় খুলশী ক্লাবের সহসভাপতি রফিক উদ্দিন বাবুল (৫৩) ও ক্লাবের কেয়ারটেকার হাসান উদ্দিনসহ (৩০) আটজনের বিরুদ্ধে অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়।”

এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর অধিদপ্তরের কার্যালয়ে এসে রফিক উদ্দিন আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও অভিযোগ করেন হিল্লোল বিশ্বাস।

এ বিষয়ে রফিকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।