চট্টগ্রামে চীনা নাগরিকের সাত বছরের জেল

২৪টি সোনার বারসহ বছর তিনেক আগে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 02:22 PM
Updated : 25 Sept 2022, 02:22 PM

সোনা চোরাচালানের মামলায় এক চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন নেছা বেগম রোববার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফান রঙ্গুই চীনের বিওয়েন জেলার সেইউজেন সিটির বাসিন্দা। রায় ঘোষণার সময় উপস্থিত ফানকে পরে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ফানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Also Read: চট্টগ্রাম বিমানবন্দরে তিন কেজি সোনাসহ চীনা নাগরিক আটক

মামলার নথি থেকে জানা যায়, চীনা নাগরিক ফান রঙ্গুই ২০১৯ সালের ৮ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নামেন। কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করে চার্জার লাইটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪টি সোনার বার উদ্ধার করেন।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা শাহরিয়ার হোসেন পতেঙ্গা থানায় একটি মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর ফানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় দেওয়া হয়েছে।