চট্টগ্রামে গুদামঘরে মেঝে খুঁড়ে মিলল ইয়াবা ও অস্ত্র

কর্ণফুলী উপজেলার শাহমিরপুর এলাকায় র‍্যাব-৭ এর এই অভিযানে দুই মাদক কারবারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2022, 10:05 AM
Updated : 18 Sept 2022, 10:05 AM

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এক গুদাম ঘরের মেঝে খুঁড়ে সোয়া দুই লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে র‍্যাব।

শনিবার কর্ণফুলী উপজেলার শাহমিরপুর এলাকায় র‍্যাব-৭ এর এই অভিযানে দুই মাদক কারবারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলে আজম উদ্দিন চৌধুরী (২৬) ও সৈয়দ নুর ওরফে রুবেল হোসেন (৩০); তাদের দুজনেই শাহমিরপুর এলাকার বাসিন্দা।

র‌্যাবের ভাষ্য, এক সময় তারা ‘ইয়াবা বহন’ করতেন। পরে মাদক মজুদ করে চট্টগ্রামসহ আশেপাশের এলাকায় সরবরাহ করতে শুরু করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজমের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। 

“পরে তাদের দেওয়া তথ্যে তাদের বাড়ির পাশের গুদামঘরের মাটি খুঁড়ে দুই লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই গুদামেই এক জায়গায় পানির নিচে পলিথিনে বিশেষ কায়দায় রাখা দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ পাওয়া যায়।“

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজম পাঁচ-ছয় বছর ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। শুরুতে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় মাদক বহনের কাজ করতেন। পরে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা এনে চট্টগ্রাম ও আশেপাশের জেলায় সরবরাহ শুরু করেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।