চট্টগ্রামে তাজিয়া মিছিলে পটকাবাজি নয়: পুলিশ

তাজিয়া মিছিল শেষ করতে হবে দিনে দিনে, কোনো ধরনের ধারালো অস্ত্রও বহন করা যাবে না

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 03:13 PM
Updated : 8 August 2022, 03:13 PM

চট্টগ্রামে আশুরার তাজিয়া মিছিল ও জন্মাষ্টমীর শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের তরফ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

দুই সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করে এসব নির্দেশনা দেওয়া হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, কোনো ধরনের ধারালো অস্ত্র বহন না করার নির্দেশনা দিয়ে দিনের বেলায় তাজিয়া মিছিল শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

তাজিয়া মিছিলে ব্যাগ, আতশবাজি, পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি মিছিলের রুট সংক্ষিপ্ত করে রাস্তায় যান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

এছাড়া মাঝপথে কোনো লোক যাতে মিছিলে প্রবেশ না করে, তা দেখভালে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে।

এদিকে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৯ অগাস্ট শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ করতে অনুরোধ জানানো হয়েছে।

সোমবার জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠকের পর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট সময়ে শোভাযাত্রা শুরু করে তা সম্পন্ন করার কথা বলা হয়েছে আয়োজকদের। পাশাপাশি শোভাযাত্রার মাঝপথে কেউ যেন প্রবেশ না করে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

পাশাপাশি শোভাযাত্রা ক্যামেরায় ধারণ এবং অনুষ্ঠানস্থলে সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ করা হয়েছে।

এদিকে অনুষ্ঠান ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কেউ যেন কোনো ধরনের ব্যাগ ও পোটলা বহন না করে এবং সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে জানাতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করে সে তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।

মন্দিরে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ পথ তৈরি, আর্চওয়ে স্থাপন ও মেটাল ডিটেক্টর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানস্থলে অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখতে অনুরোধ করা হয়েছে বৈঠকে।