ধর্ষণের দায়ে ফটিকছড়ির এক ব্যক্তির যাবজ্জীবন

রায়ের পর আসামিকে পাঠানো হয়েছে কারাগারে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2023, 01:37 PM
Updated : 14 Feb 2023, 01:37 PM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক মুদি দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. রফিক (৩৮) ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই এলাকার মো.ইউছুফের ছেলে। তিনি এলাকায় একটি মুদি দোকান চালাতেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর স্পেশাল পিপি এম এ নাসের চৌধুরী বিডডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় এক আদিবাসী তরুণীকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. রফিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

রায়ের সময় আসামি রফিক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব সোনাই এলাকায় যেখানে তরুণীর বাড়ি, তা থেকে সামান্য দূরে রফিকের মুদির দোকান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এক সকালে ওই দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন ওই তরুণী। তখন দোকান ফাঁকা থাকার সুযোগে ওই তরুণীকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করেন রফিক।

মামলায় অভিযোগ করা হয়, এরপর রফিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন।

এরপর ওই তরুণীর জেঠাত ভাই বাদী হয়ে ২০১৭ সালের ১১ অগাস্ট ভূজপুর থানায় মামলা করেন। সেই মামলায় আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় দিল।