চট্টগ্রাম থেকে সোনার বার নিয়ে ঢাকায় যাওয়ার পথে সীতাকুণ্ডে দুইজন গ্রেপ্তার হয়েছেন।
বুধবার সীতাকুণ্ডের পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে ২০টি বারসহ তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বাসু পাল ওরফে সুমন (৩৫) ও রতন পাল (৬০)।
অভিযানের নেতৃত্বে থাকা সীতাকুণ্ড থানার এসআই পাপেল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার দুইজনের কাছ থেকে ১০টি করে মোট ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এসবের ওজন দুই কেজি ৩০০ গ্রামের বেশি।
অভিযানের বর্ণনায় তিনি বলেন, “সুমন ও রতন একটি মাইক্রোবাসে করে সকালে নগরী থেকে গিয়ে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমেছিল। সেখান থেকে বাসে করে ঢাকা যাবার পরিকল্পনা ছিল তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা সরাসরি না গিয়ে ভেঙ্গে ভেঙ্গে ঢাকা যাচ্ছিল বলে ধারণা করছি। গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় তাদের আটক করা হয়।”
গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা যাবার কথা স্বীকার করে জানিয়ে এসআই পাপেল বলেন, “কিভাবে তারা সেগুলো সংগ্রহ করেছেন, কার কাছে নিচ্ছিলেন-সেসব জানতে তদন্তের প্রয়োজন।”
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।