শাহ আমানতে ৩২ সোনার চুড়িসহ বিমানযাত্রী আটক

তার ব্যাগ ও শরীর তল্লাশ করে জুতার ভেতর, পোশাকের সাথে এবং ব্যাগ থেকে সোনার চুড়িগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2024, 01:02 PM
Updated : 15 March 2024, 01:02 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিদেশফেরত এক যাত্রীর কাছ থেকে ১২ শ গ্রাম সোনার চুড়ি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রফিকুল ইসলাম বকুল নামের ওই ব্যক্তি শুক্রবার সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় সেখানে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। তার আচরণও ‘সন্দেহজনক’ ছিল।

পরে তার ব্যাগ ও শরীর তল্লাশ করে জুতার ভেতর, পোশাকের সাথে এবং ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার মহিউদ্দিন জানান, উদ্ধার করা চুড়িগুলোর ওজন এক হাজার ২২০ গ্রাম।

আটক বকুলের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা মহিউদ্দিন।