চা বাগানে টিলা খনন, দুজনকে কারাদণ্ড

মামলা করা হয়েছে বাগান মালিকের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 07:04 PM
Updated : 29 Jan 2023, 07:04 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা বাগানের ভেতরে টিলার পাদদেশে অবৈধভাবে লেক খনন করায় দুজনকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন, মামলা করা হয়েছে এর মালিকের বিরুদ্ধে।

রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফটিকছড়ি উপজেলার হালদাভ্যালি চা বাগানের ভেতরে বাদুরখিল নামক স্থানে অনুমতি ছাড়া লেক খনন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির রহমান সানির নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

সাব্বির রহমান বলেন, “নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা বাগানের ভেতর বাদুরখিল এলাকায় টিলার নিচে অবৈধভাবে লেক খনন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এর সহকারী ব্যবস্থাপককে এক বছর ও এস্কেবেটর চালককে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

“এছাড়া বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে।”

দণ্ডিতরা হলেন বাগানের সহকারী ব্যবস্থাপক হলেন মো. মহসিন এবং এস্কেবেটর চালক গৌতম দাশ।

এছাড়া বাগানের প্রবেশ পথে সরকারি রাস্তার ওপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করায় সেটি উপজেলা প্রশাসন ভেঙে দিয়েছে।

এই বিষয়ে হালদা ভ্যালি চা বাগান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।