বিনিয়োগের বকেয়া টাকা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করা হয়।
Published : 10 Dec 2024, 12:49 PM
চট্টগ্রামের বৃহৎ শিল্পগ্রুপ এস আলমের মালিক সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
মঙ্গলবার নগরীর পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার কর্মকর্তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, “জনগণের আমানত গ্রহণ করে আমরা বিনিয়োগ করি। বিনিয়োগের টাকা আদায় না হওয়ায় এখন একটি সংকট সৃষ্টি হয়েছে।”
টাকা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তিনি।
মোস্তফা কামালের ভাষ্য, ব্যাংকটির ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগের মধ্যে ৪৫ হাজার কোটি টাকা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে।
চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলো গ্রুপটির কাছ থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা পাওনা। যেগুলো এখন অনাদায়ী।
একটি গ্রুপকে কেন এত টাকা বিনিয়োগ করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতির সাথে আগের পরিস্থিতি এক ছিল না। যার কারণে বিনিয়োগগুলো সঠিক যাচাই বাছাই করা তাদের পক্ষে সম্ভব ছিল না।