হাটহাজারীর আমান বাজারে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে।
Published : 17 Jul 2024, 10:26 PM
চট্টগ্রামে যানজটে আটকে থাকা গাড়িতে ছিনতাইয়ের সময় ট্রাকের এক চালক এবং বাসের এক সহকারীকে ‘ছুরি মেরে হত্যা’ করা হয়েছে।
মঙ্গলবার রাতের এ ঘটনায় নিহতরা হলেন বাস চালকের সহকারী নেজাম উদ্দিন মানিক (৪০) ও ট্রাকচালক ভুলু বড়ুয়া (৪৫)।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, এ ঘটনায় মো. আরিফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
হাটহাজারী উপজেলার আমান বাজারে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হাটহাজারিতে নিরাপত্তাকালীন ডিউটিতে ছিল। রাতে দলটি শহরে ফেরার সময় আমান বাজার এলাকায় যানজটে আটকে ছিল।
“এ সময় যানজটে আটকে থাকা একটি পিকআপের চালকের গলায় ছুরি ধরে টাকা-পয়সা হাতিয়ে নিতে দেখে গোয়েন্দা পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে আরিফকে ধরে ফেলে।”
গোয়েন্দা পুলিশের ওসি আবু জায়েদ বলেন, আরিফকে ছুরিসহ আটকের পর সেখানে আরেকজন চালক এসে পুলিশকে জানায়, পেছনে আরও দুটি গাড়ির চালককে ছুরি মারা হয়েছে। তখন পুলিশ গিয়ে এক ট্রাকচালক ও একটি বাসের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ভুলু বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে নেজাম মারা যান।
ওসি বলেন, গাড়ি যানজটে আটকে থাকায় নেজাম বাস থেকে নেমে নিচে দাঁড়িয়েছিলেন। এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে তাকে ছুরিকাঘাত করেন আরিফ।
এ ঘটনায় আরিফকে হাটহাজারী থানায় সোপার্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।