চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে ২ সংবাদকর্মীকে মারধর

এ ঘটনায় একটি কমিটি করার কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 02:22 PM
Updated : 17 August 2022, 02:22 PM

চট্টগ্রাম আদালত ভবনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘আইনজীবীদের মারধরের’ শিকার হলেন যমুনা টেলিভিশনের দুই সংবাদকর্মী।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের ভেন্ডর সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন শিকদার ও ক্যামেরাম্যান আসাদুজ্জামন লিমন চট্টগ্রামের বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপরের পর সংবাদ সংগ্রহের কাজে আদালত ভবনে যাওয়ার পথে গাড়ির সামনে কয়েকজন আইনজীবী পড়ায় তারা হর্ন দেন। এতে এক আইনজীবী ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।

“এর প্রতিবাদ করলে আমাকে গাড়ি থেকে বের করে আবারও মারধর করে। পরে ক্যামেরাম্যান লিমনকে আইনজীবীদের মূল ভবনের নিচে নিয়ে মারধর করে এবং ক্যামেরা থেকে ভিডিও মুছে দিতে চাপ প্রয়োগ করে।”

এ সময় হামলাকারীদের নাম বা পরিচয় জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেটি ঘটেছে তা দুঃখজনক। ঘটনার সময় তিনি ছিলেন না। ঘটনা শোনার পরই জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

“এ ঘটনায় আমরা একটি কমিটি করেছি। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ব্যবস্থা না নিলে ‘কঠোর’ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।