“ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে,” বলেন এক নেতা।
Published : 10 Aug 2024, 10:50 PM
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালায় ও বাড়িঘরে হামলা করে বিএনপির ওপর 'দায় চাপানোর ষড়যন্ত্র' চলছে বলে মন্তব্য করেছেন দলটির চট্টগ্রামের এক নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলছেন, “ছাত্র-জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা।
“বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে।”
হেলালসহ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা শনিবার কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহার, করুণাময়ী কালী বাড়ি ও রাধামাধব মন্দির পরিদর্শন করে মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। মন্দির, বৌদ্ধ বিহার, বাসাবাড়ি ও বিরোধীমতের সবাইকে তারা নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।
কোটা সংস্কার আন্দোলন থেকে প্রবল গণআন্দোলনে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ৫ অগাস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা। দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হয়েছেন এ সরকারের প্রধান উপদেষ্টা।
শেখ হাসিনার দেশ ছাড়ার দিনই দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া সরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগ অফিস ও সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের খবর আসে। হিন্দুদের ওপর হামলার ঘটনায় দুদিন ধরে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকার বাইরে চট্টগ্রামেও শনিবার তারা বিক্ষোভ করেন।
বিএনপি নেতা হেলাল বলেন, “সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এমন কোনো কাজ কেউ করতে পারবে না।
“সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য।”
হেলালের সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান উপস্থিত ছিলেন। তারা নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ উপানন্দ মহাথের, রাধামাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন দাস গুপ্ত ভানু ও করুণাময়ী কালী বাড়ি মন্দিরের বিপ্লব চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।