প্রায় এক বছর ধরে অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন ৭৫ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মহীবুল আজিজ।
বুধবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলা বিভাগের এই শিক্ষক রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।
ড. মহীবুল আজিজ ২০১৫ সালে অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বেশি কিছু বলব না।”
২০১৭ সালে সিন্ডিকেট সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরও নতুন সদস্য মনোনীত না করায় তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ওই পদে প্রতিনিধি মনোনয়নের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বেশ কয়েকবার চিঠি দিয়েছিলেন তিনি।