সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায়, যুবক গ্রেপ্তার

সাবেক স্ত্রীর কাছ থেকে তালাক পওয়ায় আরাফাত ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন বলে র‍্যাবের ভাষ্য।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 06:22 AM
Updated : 23 March 2023, 06:22 AM

সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নগরীর লালখান বাজার এলাকা থেকে বুধবার আরাফাত হোসেন নামের ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান।

র‌্যাব বলছে, আরাফাত বেকার, তার বাড়ি নগরীর লালখান বাজার এলাকায়।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবসার জানান, নিজের পরিচয় গোপন রেখে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান আরাফাত। তিন মাস পর ওই ছাত্রীকে বিয়ের জন্য চাপ দিলে, মেয়েটি তার পরিবারকে না জানিয়ে ওই বছরের সেপ্টেম্বরে আরাফাতকে বিয়ে করেন।

“বিয়ের পর আরাফাত চকবাজার খালপাড় আবাসিক এলাকায় বাসা ভাড়া নেন। ওই সময় স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন ছবি তিনি কৌশলে মোবাইলে ধারণ করতেন। “

ওই ছাত্রীর দাবি আরাফাত বেকার ও মাদকাসক্ত ছিলেন। বিভিন্ন সময়ে টাকার জন্য তার উপর শারিরীক নির্যাতন করেছেন। মায়ের অসুখের কথা বলে এক সময় মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যায় এবং বিয়ের কথা জানায়। কিছুদিন আগে আরাফাতকে তালাক দেন তিনি।

“এতে ক্ষুব্ধ হয়ে আরাফাত সেইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়,” বলেন র‍্যাব কর্মকর্তা আবসার।

তিনি জানান, র‍্যাব ৭-এর কার্যালয়ে মেয়েটি অভিযোগ জানানোর পর আরাফাতকে গ্রেপ্তার করা হয়।