আগামী ৮ জুন ভোটের জন্য মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম্ও শেষ হয়েছে।
Published : 20 May 2024, 09:40 PM
নতুন সংস্কৃতিকর্মীদের সদস্যভুক্ত করে এবং সাধারণ সভা আহ্বানের পর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণার দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘একুশ মেলা পরিষদ, চট্টগ্রাম’ এর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বৃহত্তর চট্টগ্রাম সংগ্রাম কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সঙ্গীতশিল্পী শাহরিয়ার খালেদ বলেন, “গত ছয় বছরে চট্টগ্রামে শত শত নতুন সংস্কৃতিকর্মী চর্চার সঙ্গে যুক্ত হয়েছেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মেয়াদোত্তীর্ণ কমিটি তাদের একাডেমির সদস্য করতে আগ্রহ দেখায়নি। তিন বছরের জন্য নির্বাচিত কমিটি ছয় বছর দায়িত্ব পালন করেছে। এ সময়ে তারা একটা সাধারণ সভা করেনি।
“গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর সাধারণ সভা এবং সভায় বাজেট প্রণয়নের কথা রয়েছে। কিন্তু একটাও সাধারণ সভা না করে তড়িগড়ি করে কোরবানি ঈদের আগে শিল্পকলা একাডেমির নতুন করে নির্বাচনের আয়োজন করেছে। এটা প্রহসনের এক নির্বাচন করা হচ্ছে।”
সমাবেশে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান নতুন সংস্কৃতিকর্মীদের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করে সাধারণ সভা আহ্বান এবং এরপর মতামতের ভিত্তিতে নির্বাচনের পুঃতফসিল ঘোষণা করার দাবি জানান।
জেলা শিল্পকলা একাডেমির সবশেষ নির্বাচন হয়েছিল ছয় বছর আগে। কমিটির মেয়াদ ছিল তিন বছর। চলতি বছরের শুরুতে গঠনতন্ত্র অনুসারে একটি এডহক কমিটি গঠন করা হয়। পরে নির্বাচন উপ-কমিটি গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে ৮ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
ইতিমধ্যে ১৯ মে মনোনয়নপত্র বাছাই শেষে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৬ জন এবং নির্বাহী সদস্য পদে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিন নতুন তফসিলের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসিচব কামাল উদ্দিন, একুশ মেলা পরিষদের সমন্বয়ক চৌধুরী জগলুল হক।
এর আগে গত ১৪ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি দেয় সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতি কর্মীরা।
পদাধিকারবলে ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলা শিল্পকলা একাডেমির সভাপতি।
চট্টগ্রাম শিল্পকলার নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে স্মারকলিপি