চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর মৃত্যু

বাংলাদেশে আনার পথে পায়ে আঘাত পেয়েছিল ক্যাঙ্গারুটি

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 09:41 AM
Updated : 5 Dec 2022, 09:41 AM

চট্টগ্রাম চিড়িয়াখানায় হল্যান্ড থেকে আনা ছয়টি ক্যাঙ্গারুর একটি মারা গেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোমিনুর রহমান বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চিড়িয়াখানায় আনা ক্যাঙ্গারুগুলোর একটি আনার পথে পায়ে আঘাত পেয়েছিল। পরে সেটি মারা যায়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হল্যান্ড থেকে চারটি মেয়ে ও দুটি পুরুষ ক্যাঙ্গারু আনা হয়েছিল। যে ক্যাঙ্গারুটি মারা গেছে, সেটি মেয়ে। তাতে একটি প্রাণী কমে গেলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের কোনো আর্থিক ক্ষতি হবে না।

“প্রাণীগুলো আনা হয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে। চুক্তি অনুযায়ী ক্যাঙ্গারুগুলো ১৫ দিন ছিল কোয়ারেন্টিনে। ওই সময় পর্যন্ত প্রাণীগুলোর দায়-দায়িত্ব আমদানিকারক প্রতিষ্ঠানের। ওই সময়ের মধ্যেই ক্যাঙ্গারুটা মারা গেছে।”

Also Read: চট্টগ্রাম চিড়িয়াখানায় এল ক্যাঙ্গারু ও লামা

নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সিংহ, ক্যাঙ্গারু, লামা, ওয়াইল্ড বিস্ট, ম্যাকাও পাখি কেনার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে প্রথম দফায় গত ২১ অক্টোবর হল্যান্ড থেকে ছয়টি করে ক্যাঙ্গারু ও লামা আনা হয়।