ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
Published : 04 Aug 2024, 11:02 AM
চট্টগ্রামের বহদ্দারহাটে মেয়রের বাসভবনে হামলার সময় সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী মারা গেছেন।
শনিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৪৫ বছর বয়সী শহীদ নগরীর চকবাজার এলাকার বাসিন্দা ছিলেন।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছররাগুলির আঘাতে শহীদের মৃত্যু হয়েছে।
“(শনিবার সন্ধ্যায়) মেয়র মহোদয়ের বাসায় হামলার সময় পুলিশ হামলাকারীদের প্রতিরোধ করতে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ করেছিল। কোনো গুলি ছোঁড়েনি।"
ওসি জাহিদুল কবীরের ভাষ্য, শিক্ষামন্ত্রীর বাসায় হামলার পর মেয়রের বাসায় হামলা হয়েছে। সেখানে কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না। সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে মেয়রের বাসায় হামলা করতে গিয়েছিল।
“যে সময় মেয়রের বাসায় হামলা হয়েছে, তখন তিনি বাসায় ছিলেন। আগে থেকেই মেয়েরের বাসভবনে পুলিশ পাহারা ছিল। পাশাপাশি মেয়রের প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত থাকায় হামলাকারীদের দ্রুত ছত্রভঙ্গ করা গেছে।"
নিহত শহীদের পরিবারের বরাত দিয়ে ওসি জাহীদুল বলেন, “শহীদ ‘ভবঘুরে' প্রকৃতির লোক। বাসা থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তাকে প্রতিদিন ফোন করে বাসায় ডেকে নিয়ে যেতে হত বলে তার ভাই জানিয়েছেন।”