বিএম ডিপোতে আগুনের এক মাস পর দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের এক মাসের মাথায় এসে আরও একটি দেহাবশেষ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 05:01 PM
Updated : 4 July 2022, 05:01 PM

সোমবার বিকালে ডিপোর ভেতরে শেডের ভেতর থেকে একজনের পুড়ে যাওয়া একটি মাথার খুলি এবং শরীরের কিছু অংশ পাওয়া যায় বলে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেলে সেখানকার লোকজন শেড পরিষ্কার করার সময় একটি খুলি, বেশকিছু পোড়া হাড় পেয়ে পুলিশে খবর দেয়। পরে তা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

দেহাবশেষের বিভিন্ন অংশের ডিএনএ নমুনা করা হবে।

স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান বিএম ডিপোতে গত ৪ মে আগুন লাগার পর কন্টেইনারে একের পর এক বিস্ফোরণে আগুন ভয়াবহ রূপ নেয়।

ঘটনার পর থেকে এই পর্যন্ত নয়জন ফায়ার সার্ভিসকর্মীসহ মোট ৫০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেল।

বর্তমানে বেসরকারি ডিপোটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সেখানে ক্ষতিগ্রস্ত শেড এবং বিভিন্ন স্থাপনা ভেঙে পেলে নতুন করে তৈরি করা হচ্ছে বলে ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও খবর