কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত হাজার ছাড়ালো

চট্টগ্রাম জেলায় এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হাজার ছাড়ালো।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2022, 06:26 AM
Updated : 21 Jan 2022, 06:26 AM

শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে দেখা যায়, আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট এক হাজার ১৭ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন একজন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে এক হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দিনে শনাক্তের হার পৌঁছেছে ৩৩ দশমিক ০১ শতাংশে। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।

নতুন রোগীদের মধ্যে ৮০৭ জনই চট্টগ্রামি নগরীর বাসিন্দা।

এরআগে চলতি গত ৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় ১০৪ জনের শরীরে করোনভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ।

এরপর থেকে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৩ দিনের মাথায় তা হাজার ছাড়াল।

স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণে এত দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। পাশাপাশি করোনভাইরাসের নতুন ধরণ ওমিক্রণের কারণেও সংক্রমণ দ্রুত বাড়ছে বলে তারা মনে করছেন।

গত ১৪ জানুয়ারি এ জেলায় শনাক্তের সংখ্যা ছিল ২৬০ জন, শনাক্তের হার ছিল ১০.২৬ শতাংশ।

পরদিন ১৫ জানুয়ারি শনাক্ত হয় ২৯৬ জন, হার ছিল ১৪ দশমিক ৫২ শতাংশ।

১৬ জানুয়ারি তা বেড়ে হয় প্রায় দ্বিগুণ, ৫৫০ জন হয়, শনাক্তের হার হয় ২৭ দশমিক ৭৩ শতাংশ।

১৭ জানুয়ারি ৭৪২ জন নতুন রোগী শনাক্তের দিন হার ছিল ২৫ দশমিক ৭৩ শতাংশ।

পরদিন ৭৩৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, নমুনা পরীক্ষার ২৩ দশমিক ৬৭ শতাংশ কোভিড পজিটিভ আসে।  

১৯ জানুয়ারি ৯৮৯ জন নতুন রোগী শনাক্ত হয় চট্টগ্রামে, শনাক্তের হার ৩০ দশমিক ৯৮ শতাংশে পৌঁছায়।

সবশেষ ২০ জানুয়ারি ৯৩০ জনের কোভিড শনাক্তের তথ্য আসে, যা মোট নমুনা পরীক্ষার প্রায় ৩০.৪৬ শতাংশ।

মহামারীর পুরো সময়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন, তাদের ৭৯ হাজার ৮৩১ জন নগরীর বাসিন্দা।