চট্টগ্রাম ইপিজেড এলাকায় ‘বিশুদ্ধ পানির কিয়স্ক’

চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে বিশুদ্ধ পানির কিয়স্ক। যেখান থেকে পোশাক শ্রমিকরা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 01:22 PM
Updated : 14 Nov 2020, 01:19 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেড এলাকায় কিয়স্কটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সুজলা প্রকল্পের অংশ হিসেবে রেশমি ড্রিঙ্কিং ওয়াটারের উদ্যোগে এবং ফ্লো ওয়াটারের কারিগরি সহায়তায় চট্টগ্রামের ইপিজেড এলাকায় বসবাসরত তৈরি পোশাক শিল্প শ্রমিকদের আবাসিক এলাকাতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কিয়স্কটি স্থাপন করা হয়েছে।

‘সুজলা-প্রমোটিং ওয়াটার এন্টারপ্রেনারস অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিং মেকানিজম ইন বাংলাদেশ’ ওই এলাকায় ১৫ মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে এই কিয়স্কটি স্থাপন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 ‘সুজলা-প্রমোটিং ওয়াটার এন্টারপ্রেনারস্ অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিং মেকানিজম ইন বাংলাদেশ’ একটি ১৫ মাসব্যাপী পরীক্ষামূলক প্রকল্প।

“যেটি তৈরি পোশাক শিল্প শ্রমিকদের আবাসিক এলাকায় বসবাসরত জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে কাজ করছে। বেসরকারি একক উদ্যোক্তাদেরকে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি সরবরাহ করে, স্বল্পমূল্যে বিশুদ্ধ পানি বিক্রির জন্য বুথ প্রতিষ্ঠা করাই সুজলার লক্ষ্য,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের এ প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও অন্যান্য সহায়তা করছে জেটিআই ফাউন্ডেশন ও জেটিআই বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক মির্জা আকবর আলী চৌধুরী এবং বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ আতিক।