চবিতে হামলা-মারামারির ঘটনা তদন্তে কমিটি

মারামারি, শিক্ষার্থদের ওপর হামলা, পুলিশ ও প্রক্টরিয়াল বডির গাড়ি এবং ওয়াচ টাওয়ার ভাংচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 12:42 PM
Updated : 5 Dec 2019, 12:42 PM

বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ নভেম্বর শহীদ আবদুর রব হলে শিক্ষার্থীদের মধ্যে মারামারি এবং ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে হাটহাজারী এগারমাইল এলাকায় দুইজন (একজন প্রাক্তন) শিক্ষার্থী কিছু সংখ্যক দুর্বৃত্তের হাতে আক্রান্তের ঘটনা ঘটে।

“পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চারটি, প্রক্টরের একটি গাড়ি এবং জিরো পয়েন্টে ওয়াচ টাওয়ার ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটনা তদন্তে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"

কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর ও তথ্য শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে প্রক্টর জানান।