মেয়রের আশ্বাসে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মেয়রের আশ্বাসে চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 12:14 PM
Updated : 8 Sept 2019, 12:14 PM

রোববার সার্কিট হাউজে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের উদ্যোগে পরিবহন মালিকদের সঙ্গে পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিটি মেয়র জেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে পরিবহন মালিকদের সাথে বৈঠকে বসেছিলেন। সেখানে আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।”

“মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি,” বলেন মঞ্জু।

নয় দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ রোববার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে পণ্য ও গণ পরিবহন ধর্মঘটের ডাক দেয়। নগরীর বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তর ও দক্ষিণ চট্টগ্রামমুখী কয়েকটি রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

তবে এ ধর্মঘটে পরিবহন মালিক-শ্রমিকদের বড় একটি অংশের সমর্থন ছিল না।