খাবার নিয়ে অসন্তোষে চবির হলে বিক্ষোভ

খাবারের মান বাড়ানোসহ ১২ দফা দাবিতে হলের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 03:52 PM
Updated : 24 April 2019, 03:52 PM

বুধবার বিকাল সাড়ে ৫টায় হলের ফটকে তালা দিয়ে তিন আবাসিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। এসময় তারা হলের নানান সমস্যা নিয়ে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ৬টায় প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে শিক্ষকদের উদ্ধার করেন।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলে নিম্নমানের খাবার সরবরাহ হয়, বন্ধ থাকে পাঠাগার, প্রভোসস্ট হলে আসেন না, কক্ষগুলোতে আসবাবপত্র কম, কক্ষগুলোর দরজা-জানালা ভাঙ্গা, দেয়ালের প্লাস্টার ও ছাদের সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে, টয়লেটগুলো অপরিষ্কার ও সংস্কার হচ্ছে না, সাপের উপদ্রব দেখা দিয়েছে।

বিষয়গুলো জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

হলের আবাসিক শিক্ষার্থী সাইফুল  ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “আমাদের সমস্যাগুলো আজকের নয়। দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো নিয়ে আমরা প্রভোস্ট স্যারের কাছে যাচ্ছিলাম। কিন্তু তিনি আমাদের কোন সমাধান দিচ্ছেন না। তাই আবাসিক শিক্ষার্থীরা সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে করছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, “শিক্ষার্থীরা হল ফটক অবরুদ্ধ করলে আমরা তাদের সাথে কথা বলে তাদের পুনরায় হলে ফিরিয়ে দিয়েছি।”

এবিষয়ে জানতে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।