চট্টগ্রামে বাল্য বিয়ে আটকালো পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রবাসী পাত্রের সঙ্গে এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 10:32 AM
Updated : 20 April 2018, 10:32 AM

শুক্রবার দুপুরে উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ের আয়োজন করা হয়েছিল বলে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের মৈশামুডা মরফলা বাজার এলাকার ওই কিশোরী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে ছদহা ইউনিয়নের ছোট ঢেমশার বাসিন্দা আহমদ কবিরের প্রবাসী ছেলে আবুল কাশেম মো. পারভেজের বিয়ের আয়োজন করা হয়েছিল।

সেজন্য সাতকানিয়া রাস্তার মাথায় ‘ড্রিম হাউজ কমিউনিটি সেন্টারে’ শুক্রবার ভোজের আয়োজন করা হয়।

ওসি রফিকুল বলেন, “বাল্য বিয়ের খবর শুনে আমরা দুই পরিবারের সাথে যোগাযোগ করে কমিউনিটি সেন্টার বন্ধ করে দিই।”

স্থানীয় ‘গণ্যমান্য ব্যক্তিদের’ উপস্থিতিতে ওই কিশোরী সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে দুই পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়ার কথাও জানান ওসি।

এর আগে গত বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের হেল্প লাইনে অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি বাল্য বিয়ে ঠেকিয়ে দেয়।