জাল টাকার ব্যবসায় চাচা-ভাতিজা

চট্টগ্রামে জাল টাকার ব্যবসায়ী চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 11:17 AM
Updated : 12 April 2018, 12:07 PM

নগরীর নিউ মার্কেট ও লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে বুধবার রাতে ৩০ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহ জানান, রোজা ও কোরবানির ঈদকে সামনে রেখে একটি জাল টাকার চক্র সক্রিয়। গ্রেপ্তাররা রেয়াজউদ্দিন বাজার ও তার আশপাশের এলাকায় প্রতারক চক্রের কাছে জাল নোটগুলো বিক্রি করার জন্য নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়েছিল।

“গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তারের পর লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”

গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৩২) ও জাহেদ হোসেন (২২) সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানান পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) এবি সিদ্দীক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অভিযান চালানো হয়।

সেখানে আনোয়ারের বাড়ি থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুতের জন্য প্রক্রিয়া করা অবস্থায় আরও কিছু নোটসহ মোট ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এক লাখ টাকার জালনোট ২০ হাজার টাকায় বিক্রি করা হয়ে থাকে বলে জানানা তিনি।

সিদ্দীক জানান, আমিরাবাদে জাহেদের একটি মোবাইলের দোকান আছে। তার কম্পিউটার ব্যবহার করে আনোয়ার মূলত টাকাগুলো তৈরি করছে।

জাল টাকাগুলোকে আসল প্রমাণ করার জন্য তারা প্রতিটি বান্ডেলে ব্যাংকের ভুয়া সিল ও কাগজও ব্যবহার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক সদস্য জানান, গ্রেপ্তাররা জাল টাকাগুলো বিক্রির পাশাপাশি মাদক কেনাবেচাও করে থাকে।

তিনি জানান, জাল নোটের বান্ডেলের উপরে কয়েকটি আসল টাকা রেখে ভেতরে জাল টাকাগুলো রাখা হয়। মাদক কেনার সময় সেগুলো দিয়ে দেয়।