চট্টগ্রামে ডাকা হরতালের সঙ্গে বিএনপির পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিও চলবে।
Published : 04 Nov 2023, 12:34 PM
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে নগর বিএনপি।
শনিবার চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
অ্যাম্বুলেন্স, সংবাদপত্র ও সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের যানবাহন হরতালের আওতামুক্ত রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড ও সংঘর্ষের পরদিন সারাদেশে হরতালের ডাক দিয়েছিল বিএনপি। এরপর ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর তিনদিনের অবরোধ ডাকা হয়। মাঝে ছুটির দুদিন বিরতি দিয়ে ফের ৫ ও ৬ নভেম্বর অবরোধ ডেকেছে দলটি।
চট্টগ্রামে ডাকা হরতালের সঙ্গে দলের পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচিও চলবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিএনপি।
চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে হরতাল আহ্বান করা হয়েছে।
“কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে অবরোধ চলবে। আর হরতালও চলবে।”
চট্টগ্রাম বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “হরতাল-অবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত, সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফার দাবি আদায়ের।
“এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হচ্ছে।”
চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালনের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।