‘সাউথল্যান্ড সেন্টার শপিং মল’ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
Published : 14 Dec 2024, 09:44 PM
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে আগ্রাবাদের ‘সাউথল্যান্ড সেন্টার শপিং মল’ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় যুবলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন খোকাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মো. রফিক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় দেলোয়ার এজাহারনামীয় আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
দেলোয়ার হোসেন খোকা চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সহযোগী সংঠন যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তালিকায় আছেন সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুও।
পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে করা মামলায় গত ৫ ডিসেম্বর দেবুকে গ্রেপ্তার করা হয়।