চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
Published : 07 Feb 2024, 07:24 PM
চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের দুটি ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে, যাতে লাইনচ্যুত হয়েছে একটি মেইল ট্রেনের ইঞ্জিন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ফৌজদারহাট স্টেশনের কাছে আসা কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা পড়ে যায়।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মুনিরুজ্জামান বলেন, “দুর্ঘটনাস্থল এলাকায় ডাবল লাইন থাকায় একটি দিয়ে ট্রেন আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই। চট্টগ্রাম থেকে কোনো ট্রেনের যাত্রায় বিলম্ব নেই।”
দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।