লোহাগাড়ায় দেশি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার

পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 03:34 PM
Updated : 29 March 2023, 03:34 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান (৪৩) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাঝের ডেইল এলাকার বাসিন্দা। তিনি অস্ত্র প্রস্তুতকারক ও বিক্রেতা বলে দাবি করেছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রহমান ব্যাগের ভেতরে এলজি ও সাত রাউন্ড গুলি নিয়ে চট্টগ্রামের দিকে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি সরাসরি বাসে না এসে বাস, অটোরিকশা ও পায়ে হেঁটে ভেঙে ভেঙে আসছিলেন।”

ওসি আতিকুর বলেন, “চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের দিক থেকে পায়ে হেঁটে বোর্ড বাজারের দিকে আসার সময় পুলিশ দেখে অস্বাভাবিক আচরণ এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন রহমান। ওই সময় তাকে আটক এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।”