স্কুলের বিশ্রামকক্ষে নিয়ে তাকে কয়েকদিন ধর্ষণ করা হয় বলে পতেঙ্গা থানায় অভিযোগ করা হয়েছে।
Published : 15 Jan 2024, 07:24 PM
চট্টগ্রাম নগরীর স্টিল মিল এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে পতেঙ্গা থানাধীন স্টিল মিল হাউজিং কলোনি এলাকা থেকে জাফর ইকবাল জসিম (৩২) নামে ওই শিক্ষককে গ্রেপ্তারের কথা জানান ওসি কবিরুল ইসলাম।
জসিম ওই এলাকার ‘সারাদিনের স্কুলে’ নামের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।
পতেঙ্গা থানার ওসি কবিরুল জানান, ১১ বছর বয়সী শিশুটি ‘সারাদিনের স্কুলের’ শিক্ষার্থী। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন। ৯ জানুয়ারি থেকে গত কয়েকদিনে শিশুটিকে ওই শিক্ষক স্কুলের বিশ্রামকক্ষে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটির কাছ থেকে ঘটনা জেনে তার মা রোববার থানায় অভিযোগ করেন। এরপর সোমবার ভোরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।