সীতাকুণ্ডের শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 03:05 PM
Updated : 29 May 2023, 03:05 PM

চট্টগ্রামের সীতাকুণ্ড জাহাজ ভাঙার কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন।

সোমবার ‍দুপুরে জোড় আমতল এলাকার ফোর স্টার শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. শাহাবুদ্দিন (৩৫) সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার দক্ষিণ কাজীপাড়া গ্রামের সুলতানা আহামদের ছেলে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা পৌনে ২টায় ফোর স্টার শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জাহাজ কাটার সময় জাহাজের লোহার পাতসহ নিচে পড়ে গেলে গুরুতর আহত হয় দুজন শ্রমিক।

“পরবর্তীতে তাদের নগরীর জিইসি মোড়ে বেসরকারি ‘মেডিকেল সেন্টার’ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।”

শাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় আহত অন্য শ্রমিক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকরার গ্রামের আব্দুল মালেকের ছেলে মোশারফ হোসেন (৩৯) নগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি তোফায়েল আহমেদ।

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডগুলোতে অনিরাপদ পরিবেশে শ্রমিকদের কাজ করানোর অভিযোগ বহু দিনের। প্রায়ই সেখানে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।