সাজাপ্রাপ্ত নাসির উদ্দীন ওরফে রফিক চট্টগ্রামের লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ ওরফে রাজা মিয়ার ছেলে।
Published : 06 Feb 2024, 09:03 AM
দুই যুগ আগে চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
সাজাপ্রাপ্ত নাসির উদ্দীন ওরফে রফিক চট্টগ্রামের লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ ওরফে রাজা মিয়ার ছেলে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি রফিকের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
“পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি রফিক অন্য একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাকে আজ আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে।”
এ মামলায় অন্য দুই আসামিকে খালাস দিয়েছে আদালত। তারা হলেন- খোরশেদ আলম ও মামুন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালে ১৩ অক্টোবর নগরীর বন্দর থানার নয়ারহাট নেভী হল রোডে আবু বক্কর বাচ্চুকে বিয়ার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় সে সময় বন্দর থানার এসআই নরেশ চন্দ্র কর্মকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দিল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)