মধ্যস্বত্বভোগী থাকছে না বলে ভোক্তা সাধারণ বাজারের চেয়ে ১৫-২০ টাকা কম দামে প্রতি কেজি সবজি কিনতে পারছেন।
Published : 23 Oct 2024, 08:04 PM
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠছে, তখন সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে সীতাকুণ্ডের ‘কৃষকের বাজার’।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার পৌরসভা সংলগ্ন খালি মাঠে এ বাজার চালু করা হয়, যেখানে কৃষক তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম ছাড়াই সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারছেন।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ উপজেলায় বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।”
তিনি বলেন, “নিম্নবিত্ত পরিবারের জন্য আমরা এ বাজারের আয়োজন করেছি। ক্রেতারা বাজার থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারবেন।”
প্রথম দিনের বাজারে ‘ব্যাপক সাড়া’ পাওয়ার কথা জানিয়ে ইউএনও বলেন, “আমরা প্রথমদিন ৫০/৬০টি পরিবারের চাহিদা অনুযায়ী বাজারের ব্যবস্থা করেছিলাম। কিন্তু প্রথম দিনই এত সাড়া পেয়েছি, বাজার শুরুর এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে।”
রফিকুল বলেন, মধ্যস্বত্বভোগী থাকছে না বলে ভোক্তা সাধারণ বাজারের চেয়ে ১৫-২০ টাকা কম দামে প্রতি কেজি সবজি কিনতে পারছেন। পাশাপাশি এ বাজারের সব সবজি তাজা। প্রতিটি ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১১টাকা দরে।
বেশি মানুষের কাছে পণ্য পৌঁছানোর জন্য এ বাজারে পণ্য কেনার সীমা বেঁধে দেওয়া হয়েছে। একজন ক্রেতা ছয়টি করে ডিম, দুটি করে লাউ এবং এক থেকে দুই কেজি সবজি কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বাজার চলবে।
বৃহস্পতিবার থেকে আরও বেশি করে পণ্য যাতে বাজারে আনা যায়, সে চেষ্টা করার কথা বলেন ইউএনও।